‘দিদি No1’এ মমতা
মমতার এই অনুষ্ঠান নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়ায়।
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি No1’এ থাকবেন মুখ্যমন্ত্রী ।এপিসোডের শ্যুটিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সম্পূর্ণ অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়।সঙ্গে রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়।মমতা , ডোনা ও রচনা হাত ধরাধরি করছেন নাচ করছেন ভাইরাল ভিডিও।রচনা মমতাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন।
মঞ্চে ছিলেন আদিবাসী শিল্পীরাও।অনুষ্ঠান কবে হবে তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।অনেকে সমালোচনা করেছেন,অনেকে মমতাকে স্বাগত জানিয়েছেন।অনেকে বলেছেন, এটাই দেখার বাকি ছিল। এটাই আসল দিদি নম্বর ওয়ান।