বর্ধমান ফ্লাইওভার পরিদর্শন
বর্ধমান শহর কে কিভাবে সাজানো যাবে তাই আজ বর্ধমান ফ্লাইওভার পরিদর্শন করলেন বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক । এদিন তিনি জানান বর্ধমান জিটি রোড ও ফ্লাইওভার কিভাবে সাজানো যায় তাই আজ পৌরসভার সমস্ত আধিকারিককে পরিদর্শন করতে এলাম ।তিনি আরো জানান এই ফ্লাইওভার টা বর্ধমানের একটি গর্ভের জায়গা ফ্লাইওভার কে আলোকসজ্জা সজ্জিত করা যাই ও ফ্লাইওভারে কিভাবে কোথায় গাছ লাগানো যায় তিনি এই চিন্তাভাবনা করেন ।
তিনি আরো জানান ফ্লাইওভার কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাই মানুষ বর্ধমান শহরে ঢুকলেই যেন বলে আমাদের প্রাণের শহর বর্ধমান । বেশ কিছুদিন আগে দুর্গাপূজার মুখে বর্ধমান বীর হাটাই দেখা যায় আই লাভ বর্ধমান । সেখানে বিভিন্ন জায়গার মানুষ সেলফি তুলতে ব্যস্ত !এবং সেই সমস্ত মানুষরা জানান যে বর্ধমান শহর পুরসভার পক্ষ থেকে যেভাবে সেজে উঠছে আমাদের খুবই ভালো লাগছে । আমাদের প্রানের শহর বর্ধমান এটাই তো আমাদের গর্ব । বর্ধমান পৌরসভার প্রসাশক মন্ডলীর কাছে ।