ভোটের পরেই জেলে যাবেন তৃণমূল সেনাপতি,তোপ দেগে ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়, হরিদাস পাল একটা'।

INTERNET – অভিজিৎ গঙ্গোপাধ্যায় তোপ দেগে চলেছেন। তমলুকের বিজেপি প্রার্থীকে রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করে চলেছেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,’অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী একটা… । অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমি তার ওপর নির্ভর করে কোনও উত্তর দেব না। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হরিদাস পাল একটা’।
প্রাক্তন বিচারপতি বলেন, ‘কত রেটে চাকরিগুলো বিক্রি করেছেন?চাকরি বিক্রি হচ্ছে ২০২১ সাল থেকে তাঁরা জানতেন।চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন।অভিজিৎকে ‘দেশদ্রোহী’ বলেছেন অভিষেক তমলুকে দাঁড়িয়ে।বিচারপতিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,দুর্বৃত্ত আমায় দেশদ্রোহী বলছেন, তাতে আমার উত্তর দেওয়ার মতো কিছু নেই। অভিষেক নিজে কী করেন? ওনার কীসের ব্যবসা? কেউ জানে? অত কোটি টাকার বাড়িটা কোথা থেকে আসে? লিপস অ্যান্ড বাউন্ডসের কী ব্যবসা? আজ অবধি উত্তর দিতে পেরেছে? কীসের কনসালট্যান্সি করে? চুরির কনসালট্যান্সি? এছাড়া কী করে?’
এবার দেখুন কী বেরোয়।’কালীঘাটের কাকু কী বলেছেন? তাঁর কণ্ঠস্বরের সঙ্গে তো মিলে গিয়েছে।একজন জেলযাত্রী, ক্রিমিনালের কথার আমি উত্তর দেব?’ প্রশ্ন করা হয় ভোটের পরেই জেলে যাবেন তৃণমূল সেনাপতি? ‘অনেক আগেই যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যে কোনও দিন তাঁর জেলযাত্রা হওয়া উচিত বলে আমি মনে করি। সেটাই আমি বলেছি’।