বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গন ডেপুটেশন ও আন্দোলন কর্মসূচি

Published on: November 3, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পশ্চিমবঙ্গ ন‍্যাশানাল স্কীল কোয়ালিফিকেশন ফেমাস শিক্ষক পরিবার পূর্ব বর্ধমান জেলা কমেটির পক্ষ থেকে গন ডেপুটেশন ও আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হলো বর্ধমানের জেলাশাসকের দপ্তরে সামনে বুধবার।এদিন তারা বর্ধমানের কার্জনগেট চত্বর বর্ধমান জেলা আদালত চত্বর সহ বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে তারা জেলাশাসকের দপ্তরের সামনে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখায় তারা ।

পরে তারা ডেপুটেশন দেন জেলাশাসকের কাছে ।এদিন তারা তিন দফায় ডেপুটেশন দেন।তাদের দাবি সরকারি ও সরকার পোষিত বিদ‍্যালয়ে এজেন্সি মুক্ত ন‍্যাশানাল স্কীল কোয়ালিফিকেশন ফেমাস শিক্ষোক চাই ,ল‍্যাব কর্মীদের ৬০বছর অবদি স্থায়ীকরন চাই ,ছাত্র ছাত্রীদের স্বার্থে প্রতিটি বিদ‍্যালয়ে স্কীল সাবজেটগুলোর গুরুত্ব দিতে হবে।এদিন তারা বলেন এই দাবি যদি মানা না হয় আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দেন তারা ।

Join Telegram

Join Now