আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সাইকেলে করে কেদারনাথ যাত্রা

Published on: August 6, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

১৭০০ কিমি সাইকেল চেপে ময়নাগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে বের হলেন,ময়নাগুড়ির , শনিবার ময়নাগুড়ি ব্লকের জোড়পাকড়ি থেকে বিক্রম রায় নামে এক যুবক ( স্বাধীনতা দিবস ) উপলক্ষে লাদাক সীমান্তবর্তী কেদারনাথ যাত্রা করছেন আজ,জানা গেছে তার ছোটবেলার স্বপ্ন কে পূরণ করতে আজ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, সাইকেলে করে কেদারনাথে।

 

তবে সাইকেলের এক হেন্ডেল কাটা রয়েছে। স্বপ্নটা তার ছোটবেলার যখন স্কুলে পড়তেন তখন কেদারনাথ বলে এক কবিতায় পড়েছিলেন বিক্রম সেদিন থেকেই কোন একদিন কেদারনাথের যাবেন।

 

গাড়িতে করে বা ট্রেনে করে নয়, পায়ে হেঁটে বা সাইকেলে করে যাবেন তিনি মনে করেছেন তবে আজ সাইকেলে করে বাড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে বললেন কুড়ি বছরের যুবক বিক্রম , ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই যাত্রা,বিক্রমের আই যাত্রা শুভহোক এটাই কামনা করছে মা-বাবা থেকে বন্ধু সবাই

Join Telegram

Join Now