বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বিক্ষোভ কর্মসূচি

Published on: January 4, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মঙ্গলবার শক্তিগড় স্টেশনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন স্টেশনে থাকা হকাররা একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়। তাদের অভিযোগ গতকাল রাত্রে এক হকার কে ধরে আরপিএফ এবং তাকে কেস দেওয়া হয়। হকারি কেস 144 দেওয়া হয়। রেল বলছে হকারি করা যাবে আর আরপিএফ বলছে হকারি করা যাবে না। 144 এর ফাইন বারোশো টাকা আর একজন পকেটমারকে ধরলে 300 টাকা এটা কেন ?

আমাদের সকাল ছটা থেকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি যদি এইভাবে ধরে তাহলে কি করে হবে। আমাদের ওই ভাইকে ছাড়ানোর জন্য আমরা প্রথমে স্থানীয় সংগঠন কে জানাই কিন্তু তারা আরপিএফ এর সঙ্গে কথা বলে মিটমাট করতে না পারায় আমরা আজ বিভিন্ন স্টেশনের হকাররা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখায় এবং পরে আমাদের দাবি মেনে নিয়ে আটক করা হকার কে ছেড়ে দেয়।

অবশেষে পুলিশের সঙ্গে সমস্ত রকম কথাবার্তা বলে মিটমাট করে নিয়ে আমরা আজ এই বিক্ষোভ তুলে নিয়েছি। এই রকম হলে পরবর্তীতে আমরা বড়োসড়ো বিক্ষোভের নামবে বলে হুঁশিয়ারি দিলেন।

Join Telegram

Join Now