বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভানু’ এখন কোটিপতি

Published on: August 25, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভানু’ এখন কোটিপতি এই ঘটনার সাক্ষী থাকল মালদার মানিকচকের মথুরাপুর ফতেনগর এলাকার বাসিন্দারা।জানা গেছে,ভানু মন্ডল(৩৮)।মাত্র ১২০ টাকার টিকিট কাটেন।তাও পকেটে টাকা না থাকার কারণে টিকিট বিক্রেতার কাছে ধারে টিকিট কাটেন পুরি বিক্রেতা ভানু মন্ডল। দিনে ৩০০ টাকা রোজগার করা ভানু মন্ডল এখন কোটিপতি।মথুরাপুর ডেলি বাজারে মাছের বাজারের মধ্যে ভানুর পরোটা এবং পরীর দোকান রয়েছে।

বাবা মারা যাওয়ার পর প্রায় দশ বছর ধরে পরোটা ও পুরীর দোকান চলিয়ে আসছে ভানু। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা উপার্জন এই সংসার চলে তাঁর।নিয়মিত না হলেও মাঝে মধ্যে টিকিট কাটার অভ্যাস ছিল ভানুর।ভানু মন্ডল জানান,বুধবার সকালে আমাদের এখনকার একজন লটারি বিক্রেতা আমাকে জোর করে টিকিট দিয়ে দেয়। তখন পকেটে টাকা না থাকায় বাকিদের টিকিট কিনি আমি।

দুপুর একটা নাগাদ ফুল প্রকাশের উপর জানা যায় আমি ১ কোটি টাকার পুরস্কার জিতেছি।তবে এত টাকা নিয়ে কি করবে সেই প্রশ্নের ভানু মন্ডল জানান, আমার ও আমার স্ত্রীর অনেক স্বপ্ন ছিল।এত দিনে সেই সব স্বপ্ন পূরণ করতেে পারেনি। তবে এই টাকা দিয়ে প্রথমে আমাদের জন্য সুন্দর একটি বাড়ি বানাব।

Join Telegram

Join Now