বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অর্ডার ছিল জামার কিন্তু তার বদলে মিললো কাপড়ের টুকরো |

Published on: October 4, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অর্ডার ছিল জামার কিন্তু তার বদলে মিললো কাপড়ের টুকরো মঙ্গলবার ময়নাগুড়ি একটি অনলাইন সংস্থার এখনো খামখেয়ালি পোনায় হতভম্ব গ্রাহক ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চরচূড়াভান্ডার এলাকায়|

জানা যায় গত 25 শে সেপ্টেম্বর ওই এলাকার এক জন একটি অনলাইন সংস্থায় একটি জামার অর্ডার করেন,ওই অর্ডারের জামাটি সংগ্রহ করার পর ওই গ্রাহক জামার প্যাকেটটি খোলার পর দেখে যে প্যাকেটের ভিতর শুধু জামার পরিবর্তে মিলে কাপড়ের কাটা টুকরো। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

এতে ওই সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন গ্রাহক সহ ওই এলাকার মানুষ।তারা জানায় এভাবে সংথাগুলির সাধারণ মানুষকে ঠকানো কি ঠিক উচিত হচ্ছে ?এভাবে মানুষকে ঠকালে মানুষ তো অনলাইন সংস্থার উপর ভরসা হারিয়ে ফেলবে,তাই উচিত মানুষকে সঠিক পরিষেবা দেওয়া দরকার বলে দাবি জানিয়েছেন ওই গ্রাহকের এক কাকা।

Join Telegram

Join Now