বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নবমীর দিনে পুজিত হচ্ছেন সোনার দেবী দুর্গার মূর্তির

Published on: October 4, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মঙ্গলবার প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো নবমীর দিনে পূজিত হচ্ছেন মা দুর্গা।তবে জানা গেছে মা দুর্গা মাগোস্বামীর ধাম এলাকায় প্রত্যেক বছর নবমীর দিনে সাড়ম্বরের সহিত এই পুজো করা হয়।বছরে মাত্র একটি দিনই এই পূজো জাঁকজমকপূর্ণ ভাবে হয়ে থাকে।

এই সোনার প্রতিমা অনেক পুরনো বলে জানা গেছে‌। মা দুর্গাকে ভক্তি ভরে পুজো দেওয়ার পাশাপাশি মায়ের দর্শনের জন্য জলপাইগুড়ি,শিলিগুড়ি, কুচবিহার থেকেও অগণিত মানুষ আসেন,তবে গত বছর করোনার জেরে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।

তবে এবছর পূজো উদ্যোক্তারা আশা রাখছেন অনেক ভিড় হওয়ার,, পুজোর পাশাপাশি মেলাও বসে পুজোকে কেন্দ্র করে,তবে দিনের শেষে সন্ধ্যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের আশা রাখছেন পুজো কমিটির সদস্যরা,তবে যথারিতী নিরাপত্তি দিকটিও খতিয়ে দেখছেন ময়নাগুড়ি থানার পুলিশ।

Join Telegram

Join Now