ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করতে উদ্যোগ নিল তৃণমূল ছাত্র পরিষদ

কলেজ খুললেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম, পড়াশোনায় মনোযোগী করতে উদ্যোগ নিল তৃণমূল ছাত্র পরিষদ। মহামারীর ভাইরাসের থাবা কাটিয়ে ওঠার পর অবশেষে রাজ্য সরকারের নির্দেশে গত তিন দিন হল স্কুল কলেজ খুলেছে। তবে দেখা যাচ্ছে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কম।দেখাযাচ্ছে মূল কারণ হিসেবে বেশ কিছু ছাত্র ছাত্রী রুজীরোজগারের তাগিদে পড়াশোনা ছেড়ে কোনকাজের সন্ধানে চলে গেছে।

স্কুলছুট ছাত্রছাত্রীদের ফের পড়াশোনায় মননিবেশের জন্য প্রয়াস নিচ্ছে শিক্ষাদপ্তর।পাশাপাশি কলেজের ক্ষেত্রেও চিত্রটা একই।তবে বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রসংসদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহন করলো।গত তিনদিন ধরেই তারা পর্যবেক্ষনে রাখছে কোন কোন ছাত্রছাত্রীরা আসছে না।যদিও গেটে তিনদিন ধরে কলেজে আসা ছাত্রছাত্রীদের কোভিড সচেতনতা হিসেবে মাস্ক,গোলাপ,

চকলেট দিয়ে পড়াশোনায় উত্‍সাহ যোগাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।এরপর কয়েকদিন পরেই যারা কলেজ বন্ধ করেদিয়েছেন এই কোভিড সময়ে,তাদের ফের পড়াশোনার জগতে ফিরে আসার জন্য উত্‍সাহ দেবে এবং প্রয়জনে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েও অনুরোধ জানাবেন ।এমনটাই আজ জানালো পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রসংসদের নেতা আক্রম সিদ্দিকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *