মালদা জেলা পুলিশের উদ্যোগে ধর-পাকড়
মালদাঃ- আবারো ধর পাকড় শুরু পুলিশের কিছুদিন আগে মালদা জেলা পুলিশ সুপার জানিয়ে ছিলেন ব্যাক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার লাগানো নিষেধাক্কা জারি করেছিলেন শুক্রবার সকাল থেকে বেআইনিভাবে ব্যাক্তিগত গাড়িতে পুলিশ, বিএসএফ, সিআরপিএফ এই সমস্ত স্টিকার ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ প্রশাসন।
এছাড়াও বাইক আরোহী বিশেষ করে যারা বাইকের পেছনে হেলমেট ছাড়া চলাচল করছেন এবং একটি মোটর বাইকে তিনজন ঘোরাফেরা করছেন তাদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নিল মালদা ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ। এ বিষয়ে মালদা জেলা ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ পাঁজা জানান কোন ব্যক্তিগত গাড়িতে পুলিশ বিএসএফ সিআরপিএফ এই সমস্ত স্টিকার ব্যবহার করলে আগামী দিনে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে পুলিশ।
যারা মোটরবাইকে ট্রিপল রাইট করছেন তাদের কেউ কেস দেওয়া হচ্ছে এবং তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা হচ্ছে ৯০ দিনের জন্য এবং তা আরটিও দপ্তরে পাঠানো হবে। অর্থাৎ ৯০ দিন তারা কোন মোটর বাইক চালাতে পারবেন না বলে জানান মালদা জেলা ট্রাফিক ইনস্পেক্টর, আজ এই অভিযানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি বিটুল পাল। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানানো হয় মালদা জেলা ডিসটিক ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।