আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনা

Published on: December 30, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে গেল ধান জমিতে, গুরুতর আহত ১৫ জন যাত্রী। তাঁদের আউশগ্রামের বননবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আউশগ্রামের বাবুরবাঁধ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলসীর পারাজ থেকে কালিদহ হয়ে বাসটি বোলপুর যাচ্ছিল।সেই সময় আউশগ্রামের বাবুরবাঁধ এলাকায় হঠ্যাত্‍ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে উল্টে যায়।

প্রাথমিক ভাবে বাসের জানলার কাচ ভেঙে স্থানীয়রাই আহত বাসযাত্রীদের উদ্ধারকার্যে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের চিকিত্‍সার জন্য বননবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কী কারণে ঘটল দূর্ঘটনাটি? খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তিন দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল মুর্শিদাবাদ। নৌকো থেকে মারুতি ভ্যান পড়ে যায় গঙ্গায়। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর থানার শক্তিপুর ঘাটের। সোমবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনাস্থলে রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ এসে ডুবুরিকে খবর দিলে ডুবুরি ও সিভিল ডিফেন্স টিম গঙ্গায় উদ্ধারকাজ শুরু করে। জানা গিয়েছে, নদী পারাপার করার জন্য রোগী-সহ মারুতি গাড়িটি নৌকোয় উঠতেই হঠাত্‍ নিয়ন্ত্রণ হারায়। তার পরেই রোগী সহ গঙ্গায় পড়ে যায় সেই গাড়ি।

Join Telegram

Join Now