ঈদ পার্টিতে সলমনকে জড়িয়ে ধরে চুমু শেহনাজের
সালমান খানের বোন অর্পিতা খানের নতুন বাড়িতে ঈদের আসর বসেছিল। আর সেখানেই প্রকাশ্যে শেহনাজ গিলকে জড়িয়ে ধরলেন সালমান খান
সালমান খানের বোন অর্পিতা খানের নতুন বাড়িতে ঈদের আসর বসেছিল। আর সেখানেই প্রকাশ্যে শেহনাজ গিলকে জড়িয়ে ধরলেন সালমান খান। বিগ বস ১৩ বদলে দিয়েছে শেহনাজ গিলের জীবনে। বিগ বসের ঘরে তাঁর মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। তবে তাঁর রূপ নয়, তাঁর সারল্যে মজে যায় সকলেই। এই ঘরেই প্রেমে পড়েন শেহনাজ। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর রসায়নে মুগ্ধ ছিল সকলেই।
কিন্তু তারপরই অকালমৃত্যু সিদ্ধার্থের। সিদ্ধার্থের অকালমৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েকদিন প্রায় লোকচক্ষুর আড়ালে চলে যান নায়িকা। কিন্তু এরপর ফিরে আসেন তিনি। আগামী বছর ইদে মুক্তি পাবে সলমন খানের “কভি ঈদ কভি দিওয়ালি”। এই সিনেমাতে অভিনয় করবেন শেহনাজ গিল। তারই আগে নেটপাড়ায় ভাইরাল সলমান-শেহনাজের মিষ্টি মুহূর্ত। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে যেন আরও বেশি কাছে চলে এসেছেন তিনি ভাইজানের।
এদিন শেহেনাজ গিলকে দেখা গেল, কালো হেভি সেক্যুইন ওয়র্ক করা এথনিক ওয়্যারে। সালমান খানের বোনের বাড়িতে ঈদের পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। পার্টির পর খোদ সালমান খান তাঁকে গাড়ি পর্যন্ত ছাড়তে গিয়েছেন। এই আনন্দে আত্মহারা ছিলেন শেহনাজ গিল। পাপারাজ্জির সামনেই বলিউডের ভাইজানকে জড়িয়ে ধরে চুমু খেলেন শেহনাজ গিল। এদিন বেশ খোশ মেজাজে দেখা গেল সালমানকে।
সালমান শেহনাজকে পাঞ্জাবের ক্যাটরিনা ক্যাইফ বলেও ডাকেন। শেহনাজই সালমানকে অনুরোধ করে গাড়ি পর্যন্ত তাঁকে পৌঁছে দিতে। শেহনাজকে গাড়ি পর্যন্তই ছেড়ে আসেন সালমান খান। খুশি হয়ে চেঁচিয়ে সেকথা সংবাদমাধ্যমকে জানান অভিনেত্রী। তিনি বলেন, “দেখো সলমন খান আমাকে ছাড়তে এসেছেন।” এবং শুরু হয়ে গিয়েছে সালমান খান এবং শেহনাজ গিল এর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা।