আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কাঞ্চন উৎসবে শনু সুদ

Published on: February 2, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান- বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে 15 তম কাঞ্চন উৎসবের সূচনা হলো। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন। বৈকাল বেলায় উৎসব প্রাঙ্গনে বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হল। উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা তথা জনদরদী সমাজসেবী শনু সুদ ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থা চেয়ারম্যান কাকলি গুপ্ত তা,বর্ধমান পুরসভার পৌরপতি মৌসুমী দাস,জেলা পুলিশ সুপার কামনাসশিস সেন, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন কাঞ্চন উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস ।এবারে কাঞ্চন উৎসব চলবে আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকছে স্থানীয় শিল্পীদের পাশাপাশি মুম্বাইয়ের অতিথি শিল্পীদের সংস্কৃতি অনুষ্ঠান।

Join Telegram

Join Now