প্রেমে প্রত্যাখ্যান হয়ে প্রেমিকা গুলি চালাল প্রেমিককে

পূর্ব বর্ধমান:- প্রেমে প্রত্যাখ্যান হয় প্রেমিকা গুলি চালাল প্রেমিককে । অল্পের জন্য প্রাণে বাঁচলো প্রেমিকের , ঘটনা কাটোয়া শহরের । ব্যাপক চাঞ্চল্য জেলাজুড়ে। গতকাল রাতে প্রেমিকা মনীষা খাতুন তার প্রেমিক লাল চাঁদ শেখ কে ডেকে পাঠায় কাটোয়া সার্কাস ময়দান এর একটি গলিতে।
এরপর দুজনার মধ্যে তর্ক বিতর্ক বাকবিতণ্ডা হয় তারপরে হঠাৎ প্রেমিকা রিভলবার বের করে গুলি চালায়। রিভালবারের গুলি ছেলেটির পেট ঘেঁষে বেরিয়ে যাওয়াই প্রাণে বাঁচে যুবকটি। রাত্রিরে আটক করা হয়েছে মেয়েটিকে থানায় নিয়ে এসেছে ছেলেটিকেও জিজ্ঞাসাবাদ চলছে কাটোয়া থানায়।