আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

গরিব ও পিছিয়ে পরা মানুষদের বিনামূল্যে আইনী পরিষেবায় ন্যাশনাল লিগ্যাল সার্ভিস

Published on: November 9, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান:- “আজাদী কা অমৃত মহোৎসব” ৯ই নভেম্বর অর্থাৎ আজ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস দিবস। পূর্ব বর্ধমান জেলা লিগ্যাল সার্ভিস অথোরিটির পক্ষ থেকে এদিন বর্ধমান জেলা আদালত বর্ধমান থানা এলাকা সহ শহর বর্ধমানের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কার্জনগেট চত্বরে পথসভা করেন।


কার্যতঃ এদিন জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটির সম্পাদক শঙ্কর বিশ্বাস জানিয়েছেন, গরিব ও পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে আইনী পরিষেবা দিতেই মূলত আজকের সচেতনতা করা হচ্ছে। আজকের মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বর্ধমান জেলা আদালতের বিচারপতি, আইজীবী ও বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য সমাজসেবী ও সদস্যরা।

Join Telegram

Join Now