কিং খান গৌরীর সম্পর্কে বিচ্ছেদ
ডন ছবির শুটিং চলাকালীন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে প্রেমের সম্পর্কে নাকি জড়িয়ে পড়েছিলেন শাহরুখ খান।
অবশেষে ৩১ বছরের দাম্পত্য জীবন কি চিড় ধরতে চলেছে।বহু চড়ায় উত্তরায় লড়াই চ্যালেঞ্জের মধ্য দিয়ে ৩১ বছর কাটিয়েছে শাহরুখ খান এবং গৌরী খান। তাদের প্রেম কাহিনীটাও যেন রূপকথার গল্প। কিন্তু আজ বলিউডের কান পাতলে শোনা যাচ্ছে তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছিল । বিষয়টি এত দূরে এগিয়েছে শেষ পর্যন্ত নাকি বিবাহ বিচ্ছেদ হবে বলে শোনা যাচ্ছে।
ডন ছবির শুটিং চলাকালীন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে প্রেমের সম্পর্কে নাকি জড়িয়ে পড়েছিলেন শাহরুখ খান। এই কথা গৌরী খানের কানে পৌঁছাতে মান্নাত এর অন্দর মহলে শুরু হয় অশান্তি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত পর্যন্ত নাকি নিয়ে ফেলেছিলেন গৌরী খান। অবশেষে আর কোনদিন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কাজ করতে পারবেন না শাহরুখ এই গন্ডি টেনে দেন গৌরী। আর তারপরেই ডন টু এর পরে দুজনকে আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি।
শাহরুখ প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানান সাধারণত আমি সকলের সঙ্গে খুব সহজে মিশতে পারি। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে আমার সম্পর্ক অন্যরকম। আমি ওর সঙ্গে খুব সচ্ছন্দ্যবোধ করি। আমার চুল খারাপ হয়ে গেলেও ও ঠিক পর্যন্ত করে দেয়। কিং খান আরো বলেন কাজ করতে করতে সহ অভিনেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হলে কাজ করতে সুবিধা হয়। কিন্তু সুন্দর এই বন্ধুত্বের সম্পর্ককে যদি কেউ অন্য নাম দেয়। বা দিয়ে ফেলেন তাহলে সেটা সত্যি খুব মুস্কিল।