বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমে মুক্তি দেবে হোমিওপ্যাথি

Published on: March 18, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভালো মন্দ খেলেই পেটের গোলমাল ?দিন দিন বেড়েই চলেছে গ্যাস অম্বলের সমস্যা।হোমিওপ্যাথি ওষুধ অত্যন্ত কার্যকরী। দেখুন একনজরে —

  • রাত জেগে বা ঝাল খাবার খেয়ে গ্যাস-বদহজমে ভুগলে নাস্কভোমিকা অত্যন্ত কার্যকরী।
  • রোগীর যদি মিষ্টি খাবারের প্রতি দুর্বলতা থাকে, তাহলে লাইকোপোডিয়াম হল শ্রেষ্ঠ ওষুধ।
  • ভাজভুজি খেয়ে সমস্যা হলে পালসেটিলা।
  • কার্বোভেজ খেতে পারেন  ঢেকুর উঠলে বা বুকজ্বালা করলে ।
  •  গলায় জ্বালা করলে আইরিস ভার্স কার্যকরী।
  • হোমিওপ্যাতিতে হজমের শ্রেষ্ঠ ওষুধ হল ন্যাট্রাম ফস।
  • নির্দিষ্ট ডোজে, নির্দিষ্ট শক্তির ওষুধ খেতে হবে। মোটামুটি দিনে তিনবার দুফোঁটা করে হাফ কাপ জলে।

Join Telegram

Join Now