আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বর্ধমানে গোডাউনে আগুন

Published on: January 13, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান শহরের ২২নং ওয়ার্ডের আলমগঞ্জ এলাকায় একটি পুরনো গোডাউনে ভয়াবহ আগুন লাগে । বৃহস্পতিবার সকালবেলায়, এলাকার বাসিন্দা অশোক সাউ জানান যদিও ওই গোডাউনে কেউ থাকতো না ব্যবসাদাররা ভাড়া নিয়ে ভুসি রাখতেন । তবে যেভাবে আগুন লেগেছিল এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আশেপাশে প্রচুর রাইস মিল রয়েছে কারখানা এবং পেছনদিকে বসতবাড়ি রয়েছে কে বা কারা লাগিয়েছে এখনো সঠিক জানা যায়নি এবং স্থানীয় সূত্রে জানা যায় শর্ট সার্কিটের কারণে এই ঘটনাটি ঘটতে পারে , সম্পূর্ণ বিষয়টি তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আলমগঞ্জ পুলিশ ফাঁড়ির পিছনে একটি গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। গোডাউনের আশপাশে রয়েছে বসতবাড়ি ও গোডাউন মিল থাকায় আগুন ঘিরে ছিরিয়ে পরে আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা ছিল এই আগুন ছড়িয়ে পরলে বড়সড় ক্ষতি হতে পারে, তাই তারা তড়িঘড়ি দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Join Telegram

Join Now