আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বিবেক চেতনা উৎসব

Published on: January 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মজয়ন্তী। যুব কল্যাণ ও ক্রীড়া দফতর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বর্ধমান ২ ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় বড়শুল উৎসব ময়দানে এদিনের বিবেক চেতনা উৎসব আয়োজিত হয়।

এদিনের অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্বামীজীকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। পাশাপাশি এদিন গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে দিনটি পরম শ্রদ্ধার সঙ্গে বিবেক চেতনা উৎসব ২০২২ আয়োজিত হয়।


এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সম্মানীয় অরুণ গোলদার মহাশয়, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ।
বড়শুল

Join Telegram

Join Now