আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল

Published on: July 25, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

বিদ্যুতের বিল দেওয়ার নিয়ম পরিবর্তন।গরম বাড়ছে সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত চলে যাচ্ছে ফ্যান আর এসি।মধ্যবিত্তদের বিদ্যুৎ বিলের ভার সামলাতে হচ্ছে।রাজ্য সরকার একটা বিশাল ঘোষণা করেছেন সাধারণ মানুষকে শান্তি দিতে ।মাসিক বিলিং পদ্ধতি চালু করা হচ্ছে।রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ ৩ মাসের বিল একসঙ্গে পাঠাতো,সেই নিয়ম থাকবে না এখন।প্রতি মাসেই বিল পাঠানো হবে।

ফ্যান, লাইট অথবা গরমের সময় ফ্রিজ, এসি সব কিছুতেই বিদ্যুতের প্রয়োজন হয়। এবারে অসাধারণ একটা ঘোষণা কারণ এবারে প্রতি মাসেই বিল আসবে।তিন মাসের মোট বিদ্যুৎ খরচের ওপর গড়ে বিল পাঠানো হয়, কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হয়, এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন গ্রাহকেরা।এবার গ্রাহকদের সুবিধার্থে CESC এর মত প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।যত ইউনিট কারেন্ট মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করা হবে,শুধুমাত্র তার হিসাব করেই বিল পাঠানো হবে।জানা যাচ্ছে, এই মাস থেকেই নতুন নিয়ম হবে।

Join Telegram

Join Now