আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বর্ধমানের রমনাবাগানের চারটি পাখিকে দত্তক নিলেন পক্ষীপ্রেমিরা

Published on: February 17, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অভিনব উদ্যোগ! বর্ধমানের (Bardhaman) রমনাবাগান জুয়োলজিক্যাল পার্কে (ramnabagan zoo) চারটি পাখিকে দত্তক নিলেন পক্ষীপ্রেমীরা। পক্ষীপ্রেমীরা চারটি পাখির যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার বন আধিকারিক নিশা গোস্বামী দত্তক নেওয়ার শংসাপত্র তুলে দেন পক্ষীপ্রেমীদের হাতে।পাখিগুলির মধ্যে রয়েছে দুটি ময়ূর, একটি এমু ও একটি প্যারাকিট টিয়া।

পাখিগুলির দায়িত্ব নিয়েছেন বর্ধমানের বাসিন্দা রোশনী ভট্টাচার্য, তাঁর স্বামী দ্যুতিমান ভট্টাচার্য, অর্ণব দাস এবং কলকাতার সর্ণব দেব ও সঞ্চারী দেবের ছেলে ছোট্ট শৌর্য্য। দত্তক নেওয়ার জন্য তাঁরা আগে বর্ধমান বন দফতরে আবেদন জানিয়েছিলেন তাঁরা। জেলা বন আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, রমনাবাগানে পাখি দত্তক নেওয়ার প্রথা চালু হল। এবার অনেকেই উত্‍সাহী হবেন।

Join Telegram

Join Now