আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার নতুন সাংগঠনিক কমিটির ঘোষণা হল

Published on: January 29, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার নতুন সাংগঠনিক কমিটির ঘোষণা হল আজ। আজ ঘোরদোরচটি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে 23 জনের এই নতুন সাংগঠনিক কমিটির ঘোষণা করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক তথা বিধায়ক লক্ষণ ঘড়ুই, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা।

এই 23 জনের নতুন সাংগঠনিক কমিটিতে আট জন সহ সভাপতি মনোনীত হয়েছেন যার মধ্যে রয়েছেন ডাঃ এস. আর ব্যানার্জি, স্মৃতিকণা বসু, শ্যামল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি এদিন এই কমিটিতে তিনজন সাধারণ সম্পাদক ও 7 জন সম্পাদক মনোনীত হয়েছে। এদিনের এই কমিটি প্রসঙ্গে জেলা সভাপতি অভিজিৎ তা বলেন,’ নতুন এই কমিটিতে তারাই স্থান পেয়েছে যারা সর্বদা দলের কাজে নিয়োজিত আছে। খুব শীঘ্রই মন্ডল কমিটি, মোর্চা কমিটি সহ দলের অন্যান্য শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের নাম ও ঘোষণা করা হবে বলে জানান অভিজিত বাবু।

Join Telegram

Join Now