আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কুড়ি লক্ষ টাকার নগদ ও ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

Published on: August 31, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা :- কুড়ি লক্ষ টাকার নগদ ও ব্রাউন সুগার সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভিন জেলার একটি গাড়িও।


পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, সুরেশ কুমার খারকা ছেত্রী (৪৬) ও ওম প্রকাশ ডাহান(৫০)।গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে মালদা জেলার প্রবেশের পকেট রুট মালদা থানার নবাবগঞ্জ এলাকায় গভীর রাতে হানা দেয়। সেখানে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল এই ভিন জেলার গাড়িটি। সেই সময় গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে।

স্বাভাবিক ভাবে পুলিশের ধারণা, শহরে প্রবেশের ক্ষেত্রে জেলার প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করলে তা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।সেই কারণে এই পাচারকারীরা ৩৪ নম্বর জাতীয় সড়কের পকেট রোড মালদা থানা নবাবগঞ্জ এলাকা ব্যবহার করে শহরে প্রবেশ করছিল। যদিও তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।

মালদা থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়িও ভিন জেলায়। মালদাকে কড়িডর করে তারা এই ব্রাউন সুগার পাচার করছিল। মনে করা হচ্ছে, যে নগদ টাকা উদ্ধার হচ্ছে সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার টাকা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Join Telegram

Join Now