বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস হিন্দি সংগঠনের পক্ষ থেকে মিলন উৎসব

Published on: November 28, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস হিন্দি সংগঠনের পক্ষ থেকে মিলন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই অনুষ্ঠানে বর্ধমান জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা মানুষের দায় বিপদে কাছে এসে দাঁড়ায় সেই রকম সংগঠনের ও বর্ধমান ছট পুজো সংগঠন তাদেরকেও এই মঞ্চ থেকে শারদ সম্মান দেওয়া হয়, তার মধ্যে যেমন, জেলার বিভিন্ন ছট পুজো কমিটি রয়েছে,সদর ঘাট ছট পূজা কমিটি, আলমগঞ্জ ছট পূজা কমিটি, মিথিলা অঞ্চল ছট পূজা কমিটি, পাসি খানা ও লোকো আমবাগান এইরকম বেশকিছু ছট পুজো কমিটি দের এই স্মারক সম্মান তুলে দেয়া হয় ।

তার মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন যেমন ছিল তিনকোনিয়া গুরুদুয়ারা মাড়োয়ারি সংস্থা আরো অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট মানুষদেরও সম্মানিত করা হলো এই মিলন উৎসবের দিনে, মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক, খোকন দাস, বিধায়ক অলোক মাঝি, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস হিন্দি প্রোস্টেট জেলার সভাপতি মাধবেন্দ্র রায়, সংগঠনের উপদেষ্টা মন্ডল শশীনাথ মন্ডল, গণেশ রাজদীপ,

বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেস হিন্দি গঠনের সভাপতি নাড়ু ভগৎ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, সহ এক ঝাঁক নেতাকর্মীরা, এই মঞ্চ দেখে হিন্দি ভাষাভাষীদের অনেকটাই মর্যাদা বেড়েছে হিন্দি ভাষাভাষী তৃণমূল কংগ্রেসের জন্য কতটা সহযোগিতার হাত বাড়াতে পেরেছে সামনে আসছে নির্বাচনে ভোট পৌরসভার সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যাপন করা হয় এই মঞ্চ থেকে হিন্দি ভাষাভাষী কে সম্মান দেবার জন্য এরকম নানান বিষয়বস্তু তুলে ধরা হয় পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস হিন্দি সংগঠনের পক্ষ থেকে ।

Join Telegram

Join Now