আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

চলতি অর্থবর্ষে রেকর্ড আয় মদে

Published on: April 6, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

চলতি অর্থবর্ষে মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড আয়। মোট ১৩ হাজার ৬০০ কোটি টাকা ২০২১-২২ অর্থবর্ষে আয় করল রাজ্য আবগারি দফতর। গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি আয় হলেও কোভিডের আগের সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি আয় করল রাজ্য। বিদেশের থেকে আমদানী করা দেশি মদের দাম কমানোর ফলে বিক্রি বেড়ে ২০০ শতাংশ। যা নজিরবিহীন বলে মনে করছে আফগারি দফতরের আধিকারিকরা। আফগারি দফতর যতটা টার্গেট রেখেছিল, তার থেকেও আয় বেশি বেড়েছে।

দোলের সপ্তাহে শুক্রবার ছিল দোল পূর্ণিমা এবং শনিবার ছিল হোলি। বৃহস্পতিবার থেকেই মদ সংগ্রহ করছিলেন সবাই। তাতেই চারদিনে ২০০ কোটির মদ বিক্রি হয়েছিল। শুক্রবার বন্ধ ছিল মদের দোকান।রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, একদিন প্রায় ৭০ কোটি টাকা ব্রিক্রি হয়েছে।অপরদিকে, ওমিক্রন আশার আগে রাজ্য দুর্গা পুজোয় ১২ দিনেই ৭২০ কোটি টাকা মদ বিক্রি হয়েছে। জানা গিয়েছে, এর মধ্য চতুর্থীর দিনেই ১০৯ কোটি টাকার বিক্রি হয়েছে। রাজ্য আফগারি দফতরের তথ্য অনুযায়ী, উত্‍সবের মরশুমে পয়লা অক্টোবার থেকে ১২ অক্টোবারের মধ্যেই ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

Join Telegram

Join Now