বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বর্ধমানে

অভিজ্ঞ চিকিৎসক দের দিয়ে চিকিৎসা করানো হবে।২৪ ঘন্টা খোলা থাকবে এই প্রতিষ্ঠান। ঠিকানা টা জেনে নিন বর্ধমান রেনেসা টাউন শিপ,নবাব হাট বাসস্ট্যান্ড এর ঠিক বিপরীতে

ক্যান্সার চিকিৎসা এখন বর্ধমানে ।আর ভিন রাজ্য বা অনেক দূরে যেতে হবে না চিকিৎসা করতে এবার হাতের নাগালের মধ্যেই ক্যান্সার এর মতো জটিল রোগের চিকিৎসা ।ক্যানসার মানেই সকলের কাছে একটা আতঙ্কের ব্যাপার।

তাছাড়া ক্যান্সার রোগে আক্রান্ত হলেই সকলকে ছুটতে হয় ভিন রাজ্যে বা কলকাতায়।নাওয়া খাওয়া ভুলে দূরে গিয়ে পড়ে থাকতে হয় রোগী সহ তার পরিবার পরিজন দের।যাতে সাধারণ মানুষের ভীষণ ভাবে ভোগান্তি এবং নাজেহাল অবস্থার সৃষ্টি হয়।সময় আর টাকা উভয় দিক দিয়েই ভুগতে হয় সাধারণ মানুষ জন কে।


এবার আর দূরে নয় কাছেই ক্যান্সার এর সমস্ত চিকিৎসা করান।সব রকম ব্যবস্থা প্রায় তৈরী,পুজোর পরেই পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে এই ক্যান্সার হসপিটাল।অভিজ্ঞ চিকিৎসক দের দিয়ে চিকিৎসা করানো হবে।২৪ ঘন্টা খোলা থাকবে এই প্রতিষ্ঠান। ঠিকানা টা জেনে নিন
বর্ধমান রেনেসা টাউন শিপ,নবাব হাট বাসস্ট্যান্ড এর ঠিক বিপরীতে Bengal cancer Foundation । আর চিকিৎসার অভাবে যেন মারা যেতে না হয়,আমরা এই প্রার্থনা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *