কলকাতার মেঘা অডিশনে সফল গ্রামের মেয়ে বর্ষা
প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে বর্ষা রায়।কলকাতার মেঘা অডিশনে সফল হয়ে ড্যান্স আজিকালটু ড্যান্স রিয়ালিটি শো তে দ্বিতীয় হয়েছেন।
প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে বর্ষা রায়।কলকাতার মেঘা অডিশনে সফল হয়ে ড্যান্স আজিকালটু ড্যান্স রিয়ালিটি শো তে দ্বিতীয় হয়েছেন। বাড়ি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বারোঘরিয়া তে। বর্ষা বাবা শংকর রায় নদীতে বালি পাথরের তোলার শ্রমিক হিসেবে কাজ করেন ও মা গৃহ কাজ করেন।কলকাতা থেকে গতকালকে বাড়ি ফিরছিলেন।
আজকে বর্ষা রায় কে নিয়ে বর্ষার রায়ের নাচের শিক্ষিকা এবং আত্মীয় পরিজন ও পাড়া-প্রতিবেশী মিলে এক শোভাযাত্রা বের করেন। বর্ষার হাতে ছিল শংসাপত্র এবং ট্রফি সহ পাঁচ হাজার টাকার চেক যা বর্ষা রায় দ্বিতীয় স্থান হওয়ার পরে ড্যান্স আজিকালটু ড্যান্স কর্তৃপক্ষ পুরুস্কার হিসাবে দিয়ে ছিলেন। এ বিষয়ে বর্ষা রায় নাচের শিক্ষিকা সপ্তপূর্নী ডান্স একাডেমির কর্ণধার রেশমি দত্ত জানালেন ময়নাগুড়িতে
প্রাথমিক পর্যায়ে অডিশন হওয়ার পরে কলকাতায় মেঘা অডিশনে সুযোক পেয়ে চূড়ান্ত পর্যায়ে বর্ষা রায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং খুব শীঘ্রই বর্ষা রায় ড্যান্স আজিকালটু ড্যান্স রিয়েলিটি শোয়ে টেলিভিশনের পর্দায় দেখতে পাবো। বর্ষা রায়ের বাবা ও মা তাদের গরিব ঘরের মেয়ের এ ধরনের সাফল্যে খুবই আনন্দিত এবং বর্ষা রায় সাফল্যের পিছনে নাচের শিক্ষিকা রেশমি দত্তকে ধন্যবাদ জানালেন।