বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অহেতুক তলব করছে ইডি -অভিষেক

Published on: June 10, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

অভিষেক প্রথমেই জানিয়েছিলেন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তাই ইডিতে যেতে পারবেন না।সিবিআইয়ের তলবে অহেতুক ১০-১২ ঘণ্টা সময় তদন্তকারী আধিকারিক ও তাঁর নষ্ট হল অভিষেক জানিয়েছিলেন।অভিষেকের বক্তব্য ছিল, ‘কারও বাবার চাকর নই। ডাকলেই যেতে হবে নাকি।’সূত্রের খবর,ইডিকে মেইল করে না যাওয়ার কথা জানিয়েছেন অভিষেক।ইডির উচ্চপদস্থ আধিকারিকরা পরবর্তী পদক্ষেপ নিয়ে একদফা আলোচনা সেরেছেন।

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।১৩ জুন,সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করে।ইডি দফতরে হাজির হবেন না বলে মেইল করে জানিয়ে দিয়েছেন অভিষেক।সূত্রের খবর, আবার তলব করতে পারে বা আদালতের দ্বারস্থ হতে পারে ইডি।অহেতুক তলব করছে ইডি অভিযোগ অভিষেকের।আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। গতকাল থেকেই মনোনয়নপত্র জমার কাজ শুরু হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির তত্‍পরতা শুরু হয় নির্বাচন এলেই।অভিষেক প্রশ্ন তুলেছেন ইডিকে বলা তথ্য শুভেন্দু অধিকারী কি করে জানতে পারছেন?অমিত শাহর সঙ্গে শুক্রবার দিল্লি গিয়ে সাক্ষাত্‍ করেছেন শুভেন্দু।

Join Telegram

Join Now