আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

রাজ্যে এক বছরের জন্য নিষিদ্ধ গুটকা সহ তামাকজাত পান মশলা

Published on: October 26, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সোমবার রাতে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ৭ নভেম্বর থেকে বাংলায় গুটখা, পানমশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উত্‍পাদন, বিক্রি, সংরক্ষণ এবং সেবন নিষিদ্ধ। আপাতত এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরেও গুটখা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ করা হয়েছিল। সেই মেয়াদ শেষের আগেই নতুন নির্দেশিকা জারি করা হল। আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন, মজুত, বিক্রি বা বণ্টন নিষিদ্ধ করা হল। নির্দেশিকায় সই রয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দফতরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের।

তবে তামাক জাত দ্রব্য ব্যবহারের উপর আগেই বিধিনিষেধ জারি থাকলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তামাকজাত দ্রব্য বিক্রি।
২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৩- সালের ২৩ এপ্রিল রাজ্যে নিষিদ্ধ হয় গুটখা ও পান মশলা। এরপর ধাপে ধাপে তা বাড়ানো হয়।

Join Telegram

Join Now