আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

এবার বলিউডে দেবের ” গোলন্দাজ “

Published on: November 12, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

টলিউডের পর এবার বলিউডে পা রাখছেন অভিনেতা দেব। চলতি বছর পুজোতেই মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। আর এবার সেই ‘ গোলন্দাজ’ টলিউডের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিল বলিউডে।

বাঙালির ‘ফুটবল প্রিয়’ তকমাটা যে মানুষটার জন্য শুরু হয়েছে তিনিই হলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।আর বাঙালি মানেই সে ফুটবল প্রিয়। আর সেই ফুটবলের অন্যতম পথিকৃত নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী রূপে হাজির হন তারকা সাংসদ দেব।

সম্প্রতি বড়োপর্দায় পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ‘গোলন্দাজ’ ছবির মাধ্যমে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নতুন ভাবে চেনায় দেব। দেব অভিনীত ‘গোলন্দাজ’ মুক্তি পায় গত ১০ অক্টোবর। মুক্তি পেতেই বক্স অফিসে হিট হয় ‘গোলন্দাজ’। আর এবার সেই ‘গোলন্দাজ’ হিন্দিতে। গোটা দেশে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’ হিন্দি ভাষায়।

নিশ্চয়ই ভাবছেন তাহলে হিন্দি ‘গোলন্দাজ’-এ কোন কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে? আসলেই হিন্দি ‘গোলন্দাজ ‘ – এ দেখা যাবে অভিনেতা দেব থেকে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, জন ভট্টাচার্য, ইন্দ্রাশিষ রায় অ্যালেক্স ও’নেল ছাড়াও অনেককে।

Join Telegram

Join Now