বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

খাবারে ফুড পইজন হওয়ায় একই পরিবারে অসুস্থ ৬ , মৃত ২ শিশু

Published on: February 10, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান:-খাবারে ফুড পইজন হওয়ায় একই পরিবারে ছয়জন অসুস্থ,মারা গেল দুই শিশু পুত্র।
ঘটনাটি ঘটেছে 23 নম্বর ওয়ার্ডের রথ তলা এলাকায়।স্থানীয়রা জানান,গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার রাত্রে মাংস ভাত খায় পুরো পরিবার,বুধবার রাতে দই চিরে খায়।

কার্যতঃ আজ ভোর রাতে পরিবারের সকলের শরীর অবনতি হতে থাকে এবং বমি করে। প্রতিবেশীদের তৎপরতায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,সকাল হতেই দুই শিশু মারা যায়,মৃত ওই দুই শিশুর নাম শুভঙ্কর ঘোষ ও রাহুল ঘোষ।
এই মুহূর্তে পরিবারের আরো চারজন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

Join Telegram

Join Now