আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সমস্যায় পূর্ব বর্ধমানের মৃৎশিল্পীরা

Published on: October 17, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রতিমা তৈরি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে বর্ধমানের মৃৎশিল্পীদের। তারা চাইলেও সেভাবে প্রতিমার দাম বাড়াতে পারেনি। প্রতিমা শিল্পীদের দাবি অন্যবারের তুলনায় ৩০ শতাংশ কম প্রতিমা তৈরি করতে হয়েছে তাদের।

তারা জানান এক লরি মাটির দাম গত বার ন’হাজার টাকা থাকলেও এ বছর সেই দাম বেড়ে হয়েছে ১২ হাজার টাকা। তবু ঠাকুরের দাম বাড়াতে পারছেন না মৃত শিল্পীরা।

এতে সমস্যায় পড়তে হয়েছে তাদের। সেই তুলনায় বায়না ভালো আসায় লাভের আশা দেখছেন তারা।বর্ধমানের পালপাড়ার মৃৎশিল্পী চন্দন পাল বলেন এ বছর বায়না ভালোই এসেছে। কিন্তু প্রতিমা তৈরির খরচ অত্যধিক বেড়েছে যে কারণে আমরা চাইলেও দাম বাড়াতে পারছিনা।

লক্ষ্মী প্রতিমা কার্জন গেট এ শুরু হচ্ছে বিক্রি, দূরদূরান্ত থেকে মানুষ রয়েছেন তারা মায়ের মূর্তি কিনছে তাদের ধারণা নিম্নচাপ হতে পারে এবং তারা শহরে এসে এই মুহূর্তে কিনতে পারবেন না তার জন্য আগাম এসে তারা বাছাই করে মা লক্ষ্মীর মূর্তি কিনে নিয়ে যাচ্ছেন ।

Join Telegram

Join Now