বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

Published on: June 30, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান নবদ্বীপ রাস্তায় দেওয়ানদিঘী থানার শোনপুর এলাকায় দুর্ঘটনা । বাসের সাথে পন‍্যবাহী পিক আপ ভ‍্যানের ধাক্কা । পন‍্যবাহী গাড়িটি কয়েক পাল্টি দিয়ে উল্টে গেলে বাসের সামনে। পন‍্যবাহী গাড়িটির উপর উঠে গেলো বাসের সামনের অংশ ।দুদিন আগেই যাত্রীবাহী বাস দূরঘটনার কবলে পরে বেশ কয়েজন যাত্রীর প্রান বাঁচে ।

আবারও দূরঘটনার কবলে যাত্রীবাহী বাস।স্থানীয় সূত্রে জানা যায় পন‍্যবাহী ছটোহাতি গাড়িটি বর্ধমান থেকে আসছিলো এবং বাসটিও বর্ধমান থেকে আসছিলো তাপরেই সোনপুরের কাছে এই ভয়াভহ দূরঘটনা বাসে ৩০মতো যাতী ছিলো বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে একটি এম্বুলেন্সকে ধাক্কা মারার হাত থেকে বাঁচাতে গিয়ে একটি পন‍্যবাহী ছটোহাতী গাড়ির উপর চাপিয়ে দেয় নিয়ন্ত্রন হাড়িয়ে বাসটি তবে কারো কোনো ক্ষতি হয়নি কোন বাসযাত্রী একজন যাত্রীর শুধু মাথা ফেটেছে বলে স্থানীয় সূত্র মারফৎ জানা যায়।

Join Telegram

Join Now