আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সিভিক ভলেন্টিয়ার ও এক ব‍্যাবসায়ীর সহযোগীতায় বাচ্চাকে ফিরে পেলো মা

Published on: October 10, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

তৃতীয়ার রাতে বর্ধমান শহরের জনবহুল পারবিহাটা এলাকায় এক মহিলা তার বাচ্চা ছেলেটি কোল থেকে হাড়িয়ে গিয়েছিলো। কনোরকম বাচ্চা ছেলেটিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পরেছিলো মহিলা‌।শেষমেষ বিরহাটা এলাকায় স্থানীয় এক ব‍্যাবসায়ী বাচ্চাটিকে দেখতে পায় বাচ্চা ছেলেটে ঘোড়াঘোড়ি করছে।

ওই রাস্তার উপর দিয়ে সবসময় অসংখ‍্য গাড়ি ঘোড়া যাতায়াত করছে যেকনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে এই ভেবেই বাচ্চা ছেলেটিকে রাস্তা থেকে সড়িয়ে নিয়ে আলাদা একটি ফাঁকা যায়গায় রাখে।তারপর ওখানে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার কল‍্যান রায়কে খবর দেয় ওই ব‍্যাসায়ী সন্তোষ সেখ।

তারপর ওই সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগিয়ে সেই বাচ্চা ছেলেটির মায়ের খোঁজ পায়।তারপর এদিন বিরহাটায় ওই ব‍্যাবসায়ী সেই বাচ্চাটিকে তার মায়ের হাতে তুলে দেয় । মা তার সন্তান পেয়ে সন্তষ্ট হন।

Join Telegram

Join Now