নৃশংস ভাবে কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করলেন বিচারক
ভর সন্ধ্যায় বহরমপুরে নৃশংস ভাবে কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হ'ল ২৯ আগস্ট মঙ্গলবার
ভর সন্ধ্যায় বহরমপুরে নৃশংস ভাবে কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হ’ল ২৯ আগস্ট মঙ্গলবার। আগামীকাল (বুধবার) এই কেসের সাজা ঘোষণা করা হবে। উল্লেখ্য- গত 2022 সালের ২রা মে বহরমপুর শহরে প্রকাশ্যে নৃশংস ভাবে খুন হয় বহরমপুর গার্লস কলেজের ছাত্রী- মালদার বাসিন্দা সুতপা চৌধুরী।
ঘটনার পর ঘন্টা খানেকের মধ্যে গ্রেফতার হয় অভিযুক্ত সুশান্ত চৌধুরী। বলা বাহুল্য- এই ঘটনার ১৫ মাসের মাথায় রায় ঘোষণা করা হ’ল এই খুনের কেসের। মঙ্গলবার বহরমপুরে থার্ড ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত ও জেলা দায়রা আদালত
বিচারক সন্তোষ কুমার পাঠকের এজলাসে এই কেসে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন বিচারক। আগামীকাল (বুধবার) ঘটনায় আসামি সুশান্ত চৌধুরীর সাজা ঘোষণা করা হবে বলে জানান- আসামি পক্ষের আইনজীবী পিজুস ঘোষ।