আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

টানা দুদিনের বৃষ্টিতে ডুবে গেল বাঁকুড়ার কাছে থাকা দারকেশ্বর নদের মীনাপুর সেতু

Published on: August 2, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

টানা দুদিনের বৃষ্টিতে ডুবে গেল বাঁকুড়ার কাছে থাকা দারকেশ্বর নদের মীনাপুর সেতু গতকাল দারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই সেতু জলের তলায় চলে যায়। এর ফলে নদের অপর পাশে থাকা বেশ কয়েকটি গ্রামের সাথে ওই সেতু দিয়ে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। সেতুর উপর দিয়ে বইতে থাকা কোমর জল পেরিয়ে চলছে ঝুঁকির পারাপার।বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে দারকেশ্বর নদ। এই নদ বাঁকুড়া শহর থেকে পৃথক করেছে বাঁশি,  আড়ালবাঁশি,  জগদল্লা,  গোড়াবাড়ি সহ বাঁকুড়া এক নম্বর ব্লকের আট থেকে দশটি গ্রামকে।

এই গ্রামগুলির মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য, বাজার থেকে জীবিকা সব বিষয়েই নির্ভরশীল বাঁকুড়া শহরের উপর। দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ শহর লাগোয়া দারকেশ্বর নদের মীনাপুর সেতু দিয়ে নদ পারাপার করেন। সোমবার রাত থেকে প্রবল বর্ষণের জেরে দারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পেয়ে ডুবে গেছে ওই সেতু।

আর তাতেই সমস্যায় পড়েছেন দারকেশ্বর নদ লাগোয়া ওই গ্রামগুলির কয়েকহাজার মানুষ। সেতুর উপর দিয়ে বয়ে যাওয়া এক কোমর জল ডিঙিয়ে চলছে যাতায়াত। এদিকে এখনো বৃষ্টি লাগাতার ভাবে চলতে থাকায় দারকেশ্বর নদের জলস্তর আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। সেক্ষেত্রে ওই সেতু দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরী হয়েছে।

Join Telegram

Join Now