দেশজুড়ে কোটি কোটি গ্রাহকদের জন্য দুর্দান্ত পরিষেবা নিয়ে এল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই জানিয়েছে, এবার সম্পূর্ণ বিনামূল্যে YONO অ্যাপ্লিকেশনের মাধ্যমে আয়কর রিটার্ন (ITR) দাখিল করা যাবে। সম্প্রতি টুইট করে এই পরিষেবার কথা জানিয়েছে ভারতের বৃহত্তম আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান।জানা গিয়েছে, YONO অ্যাপ্লিকেশনে Tax2win এর মাধ্যমে আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন ব্যাংকের গ্রাহকরা। ব্যাংক জানিয়েছে, এই কাজের জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টস যেমন প্যান কার্ড, আধার কার্ড, ফর্ম-১৬, ট্যাক্স ডিডাকশনের তথ্যসমূহ, সুদ থেকে আয়ের সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজন পড়বে।
এর পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল করার নির্দিষ্ট পদ্ধতিও বলে দিয়েছে ব্যাংক-
১. প্রথমে SBI YONO অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হবে।
২. এবার Shops and Orders বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
৩. পরবর্তী পেজ খুললে Tax and Investments অপশন প্রদর্শিত হবে, সেখানে ক্লিক করে Tax2win অপশন সিলেক্ট করতে হবে।
এই ভাবে নিজের আইটি রিটার্ন দাখিল করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ্য, কোভিড অতিমারীর কারণে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) সম্প্রতি অর্থবছর ২০২০-২০২১এর জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
গ্রাহকদের জন্য দারুন পরিষেবা আনলো SBI
By anandabarta
Published on: October 13, 2021

---Advertisement---