আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই কটাক্ষের শিকার আশিস বিদ্যার্থী

Published on: June 9, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

কটাক্ষের শিকার আশিস বিদ্যার্থী। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই ছেঁকে ধরছেন নেটমাধ্যমের দর্শকরা।আশিস বিদ্যার্থী প্রশ্ন ছুঁড়লেন আমার কি দুঃখে মরে যাওয়া উচিত?দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসেছেন ৫৭ বছর বয়সে।কলকাতায় গাঁটছড়া বেঁধেছেন রূপালী বড়ুয়ার সঙ্গে। কখনও তাঁর বয়স নিয়ে, আবার কখনও প্রাক্তনকে ছেড়ে নতুন সম্পর্ক শুরুর কারণে হাজারো প্রশ্ন ঘিরে ধরেছে তাঁকে।সমস্ত ঘটনায় বেশ হতচকিত আশিস।

অশান্তির শেষ নেই এক সাক্ষাত্‍কারে জানান আশিস বিদ্যার্থী।অভিনেতা প্রশ্ন করছেন এত বিদ্বেষ কেন?তিনি জানান, অশান্তির শেষ নেই। অকথ্য সব ভাষা প্রয়োগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। কেউ বলছে বুড়ো বয়সে ভীমরতি আবার কেউ বলছেন, কুজোর শখ হয় চিত্‍ হয়ে শোয়ার।তিনি বলেন কারওর যদি একটা মানুষের সান্নিধ্য লাগে? তবে কেন নয়?ছেলে অর্থর সম্মতি ছিল বছর দুয়েক ধরেই রূপালীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।পরিবারের মানুষকে সাক্ষী রেখে বিয়ে সেরেছেন তাঁরা।

Join Telegram

Join Now