আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

নদীয়া জেলাতে প্রথম উদ্যোগ পঞ্চায়েত কর্মীদের

Published on: May 20, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

গলায় পরিচয় পত্র পরনে একই রঙের সাদা ঝুড়ি স্ট্রাইপের ইউনিফর্ম পড়ে এভাবেই ধা চকচকে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতে প্রতিদিন আসছে পঞ্চায়েত কর্মীরা। পশ্চিমবঙ্গ তথা নদীয়া জেলাতে ও এটাই বোধহয় প্রথম উদ্যোগ। প্রতিদিন শয়ে শয়ে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চায়েতে আসেন। অনেক সময় গুলিয়ে যায় পঞ্চায়েত কর্মীদের সাথে সাধারণ মানুষের। আর তাই পঞ্চায়েত প্রধানের মস্তিষ্কপ্রসূত চিন্তার ফলে এমন অভিনব উদ্যোগ নদীয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েত প্রধান স্বপন ঘোষ দায়িত্ব নেওয়ার পর থেকেই পঞ্চায়েতের উন্নতি ও মানুষকে সঠিক পরিষেবা দেবার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন।

 

পঞ্চায়েত কর্মীদের ইউনিফর্ম ব্যবহার এটাও একটা তার অভিনব উদ্যোগ। কিন্তু কেন? পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের সচিব সকলের একটাই বক্তব্য প্রথমত স্কুল জীবনের পরে কর্মজীবনেও ইউনিফর্ম পড়ে বেশ আনন্দ উপভোগ করছে তারা। এতদিন সাধারণ মানুষ অনেক সময় গুলিয়ে ফেলতে পঞ্চায়েত কর্মীদের। ইউনিফর্ম পড়ার পর সহজেই চিনতে পারছে পঞ্চায়েতে আসা লোকজন।  ছোটবেলায় স্কুল ইউনিফর্ম তারপরে কর্মসূত্রে নতুন সংযোজন। স্কুলে পড়াকালীন তখন অবশ্য ইউনিফর্ম মা কেচে দিতেন।

 

এখন কর্মস্থল থেকে বাড়িতে গিয়ে দায়িত্ব নিয়ে নিজেকেই ইউনিফর্ম কেচে দিতে হয় কেননা পরের দিন আবার ইউনিফর্ম পড়ে আসতে হবে। তবে তৃণমূল পরিচালিত সরকারের 11 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতে কর্মীদের ইউনিফর্ম প্রথা চালু করে আরো একটি দৃষ্টান্ত স্থাপন করল তা বলার অপেক্ষা রাখে না। আর পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগকে সকলেই সাদরে গ্রহণ করেছে বলেই জানালেন।

Join Telegram

Join Now