আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ফের সাফল‍্য বর্ধমান থানার পুলিশের ৪৮ ঘন্টায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৬ জনের ডাকাতদল

Published on: November 27, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

আবারও বর্ধমান থানার বড়সড় সাফল‍্য।৪৮ঘন্টায় ৬জনের একটি ডাকাত দলকে গ্ৰেফতার করে বর্ধমান থানার পুলিশ। গোপন সুত্রের খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নবাবহাটে গুসকড়া যাবার রাস্তায় শনিবার রাত্রে বর্ধমান থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুজন দুষ্কৃতীকে গ্ৰেফতার করে ।

ধৃতদের কাছ থেকে ৭রাউন্ড গুলি ও সেভেন এম এম পিস্তল ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে ।পুলিশ সুত্রে ধৃতদের নাম জানা যায় নাসিরুদ্দিন আনসারি ও একবাল আনসারি ।তাদের বাড়ি বীরভূম জেলার সিউরি মিনিষ্টিল এলাকায়।ধৃতদের শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।কার্যত বৃহস্পতিবার রাতেও বর্ধমানের ২নম্বর জাতীয় সড়ক গোদা এলাকা থেকে চারজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার করেছিলো বর্ধমান থানার পুলিশ ।

Join Telegram

Join Now