আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

রেশনের দোকানে মদ বিক্রি

Published on: September 22, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন নিজেদের আর্থিক দুরবস্থার কারণ দেখিয়ে রেশন দোকান থেকে মদ বিক্রির অনুমতি চাইছে।খাদ্যমন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডেকে চিঠি করা হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে।রেশনে কমিশন কম হওয়ার কারণে ডিলারদের আর্থিক সঙ্কট চলছে। রেশনে মদ বিক্রির লাইসেন্স দিলে রাজ্য সরকারের আয়ও বাড়বে বলে চিঠিতে দেওয়া হয়েছে।এই দাবি মেনে নিলে আগামী দিনে রেশন দোকান থেকেই মদ কিনতে পারবে সাধারণ মানুষ।

এই দাবি সামনে আসতেই এখন দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। রেশনের দোকান থেকে মদ বিক্রির এই আর্জি আদৌ মোদি সরকার গ্রহণ করবে কিনা তা নিয়ে যেমন খটকা আছে তেমনি রেশন ডিলারদের একাংশের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

Join Telegram

Join Now