বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অভাবের তারনায় কিডনি বিক্রি করতে চেয়ে পোষ্ট

Published on: June 19, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অভাবের তাড়নায় কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এক প্রতিবন্ধী যুবকের।সোশ‍্যাল মিডিয়ায় তিনি লিখেছেন আমি আমার কিডনি দিতে চাই কারও দরকার হলে ইন বক্স মি ।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার টিকরহাট এলাকার বাসিন্দা সম্রাট গোস্বামী।

বহরুমপুরের জলট‍্যাঙ্কি কৃষ্ণনাথ কলেজ থেকে গ‍্যাজুয়েশন করে কম্পিটারের কোর্স বহরুমপুরের ভার্তি সংঘে শিখে বর্ধমানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারের কাজ করতো সম্রাট ।লকডাউনে সে কাজ চলে গিয়েছে ।শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম ওই যুবকের পরিবারে স্ত্রী ও একটি সন্তান রয়েছে। তাঁরা বর্ধমানের টিকরহাটে ভাড়া বাড়িতে থাকেন। চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে পরিবার। বাধ্য হয়ে সম্রাটের স্ত্রী মনীষা গোস্বামী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে বেড়াচ্ছেন। দুটো বাড়িতে কাজ করে সে মাসে ২৭০০টাকা পায় বলে জানান স্ত্রী মনীষা গোস্বামী।তিনি আরও বলেন বাড়ি ভাড়া ৩০০০টাকা নেয় আর প্রতিবন্ধীর জন‍্য ১০০০টাকা পায় মাসে সরকার থেকে।

একা আয়ে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই উপায় না পেয়ে কিডনি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে সম্রাট গোস্বামী,।স্ত্রীর অজান্তেই এই শ‍্যোসাল মিডিয়ায় পোষ্ট বলে স্ত্রী জানান।ভাইয়ের এই সিদ্ধান্ত জানতে পেরে দিদি বনশ্রী দেবনাথও একই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছ থেকে বিষয়টি জানার পর ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।পাপাই সরকারের রিপোর্ট তারা নিউজ পূর্ব বর্ধমান।

Join Telegram

Join Now