গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত বদলে যাবে আবহাওয়া। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা । দুর্যোগের আভাস পশ্চিমবঙ্গের উপরে এর জেরেই বাংলায় বৃষ্টি চলবে টানা সাত দিন । দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় । দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৬০ কিলোমিটার গতিবেগে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ চলবে বৃষ্টি । সর্বত্র দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা বিকেলের পর বইতে পারে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মঙ্গল ও বুধবার । ২৩ এবং ২৪ তারিখও সর্বত্র হালকা বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং ও কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে । মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার হতে পারে বৃষ্টি ।বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া । উত্তরবঙ্গের সমস্ত জেলায় জারি থাকবে সতর্কতা।
