আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পর্তুগালের তারকা ফুটবলার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালে

Published on: July 3, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

পর্তুগালের তারকা ফুটবলার এবং লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোটা স্পেনে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৮ বছর। এই দুর্ঘটনায় তার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন।

স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলের কাছে A-52 মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। দিয়োগো জোটা মাত্র ১০ দিন আগেই তার দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন। তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছিলেন এবং লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছিলেন।

Join Telegram

Join Now