আমাকে ফাঁসানো হচ্ছে – সঞ্জয় রায়

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে।

তরুণী চিকিত্সকের নির্যাতন ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে পেশ করা হয়।৮৭দিনের মাথায় অভিযু্ক্তকে তোলা হয়।সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় সঞ্জয় রায়ের বিরুদ্ধে। সোমবার সঞ্জয়কে আদালতে তোলা হয়।সে নির্দোষ ,তাকে ফাঁসানো হয়েছে সঞ্জয় রায় দাবি করে পুলিশ ভ্যান থেকে।

‘ কোর্ট আমার কথা শোনেনি। এতদিন চুপচাপ ছিলাম। আমার কোন কথা শোনেনি। আমাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমাকে সে কথাও বলতে দেয়নি আমাকে নিচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। আমি এতদিন চুপ ছিলাম আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে, যে না তুমি কিছু বলবে না। ‘

12

আসল সত্য কী তাহলে সঞ্জয় রায় এতদিন জানায় নি কেন?সোমবার দুপুরেই শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়। ‘ নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ।ধর্ষণ এবং খুনের একাধিক ধারায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়।

https://x.com/DigitalTob/status/1853382114428981597?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1853382114428981597%7Ctwgr%5Efca3ed0c78cc19108d0247cdc1a8f186e88ec914%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla%2Ftruthofbengal-epaper-dh4bf4790bf3144a0facd1ae1bc3f2c090%2Faaminirdoshaamakephonsanohacchepulishbhyanthekedabisanyjayer-newsid-n637787341

সিবিআইয়ের চার্জশিটে বলা হয়,সঞ্জয় রায়ই  একমাত্র দোষী।চার্জ গঠনের পর শুরু হবে বিচারপ্রক্রিয়া।আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। শুনানি চলবে রোজ।

conversions/6728e03b06426b41bd2664ed_conversion.mp4

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *