বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

শান্তিনিকেতনের সম্পত্তির দেখভাল করতেন মোনালিসা,এসএসকেমের কার্ডিওলোজি বিভাগে পার্থ চট্টোপাধ্যায়

Published on: July 23, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

চব্বিশ ঘন্টারও বেশি তাঁর বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ।অবশেষে তাকে গ্রেফতার,ইডির কবলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।অর্পিতা মুখোপাধ্যায় এর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে ২১ কোটি টাকা।তদন্ত করতে গিয়ে আরও এক পার্থ ঘনিষ্ঠের নাম উঠে এসেছে ।মোনালিসা দাস,কে এই মোনালিসা প্রশ্ন উঠেছিল ।শান্তিনিকেতনের সম্পত্তির দেখভাল করতেন মোনালিসা।সূত্রের খবর শান্তিনিকেতনেও পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় সাতটি বাংলো রয়েছে।সোনাঝুরি অঞ্চলে কয়েক বিঘে জমি তাঁর কেনা রয়েছে বলে সূত্রের খবর ।

শান্তিনিকেতনের বাসিন্দা মোনালিসা আসানসোল কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির বাংলার অধ্যাপিকা।আসানসোলের বিবেকানন্দ পল্লীতে একটি ভাড়া বাড়িতে প্রায় পাঁচ বছর ধরে রয়েছেন মোনালিসা।স্থানীয় সূত্রে খবর মিলেছে যে,পার্থ চট্টোপাধ্যায় তাঁর শান্তিনিকেতনের বাড়িতে প্রায়ই আসতেন।

অর্পিতার বাড়িতে পাহাড় প্রমাণ টাকা পাওয়া গিয়েছে।২০০০ টাকা আর ৫০০ টাকার নোটের গাদা। সেই নোট গুনতে গিয়ে হিমশিম খাচ্ছেন আধিকারিকরা।ডায়মন্ড হারবারে ৭৬বাসস্ট্যান্ডের কাছে গভীর রাতের একটি হোটেলে প্রায়শই তাঁদের খেতে দেখেছেন এলাকাবাসী।

২৭ ঘণ্টার ম্যারাথন জেরার পর অবশেষে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ব্যাঙ্কশাল কোর্টের বিচারক পার্থর দুদিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দেন।বুকে ব্যথা হওয়ার জন্য এসএসকেমের কার্ডিওলোজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে পার্থকে।তদন্তকারী আধিকরকদের দ্রুত পার্থকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে।এ মামলায় পরবর্তী হিয়ারিং আছে আগামী ২৫ তারিখ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ ফের দাবি করেন অর্পিতার বাড়িতে টাকা উদ্ধারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। কুণাল বলেন, “আমাদের শীর্ষ নেতৃত্ব সবটা নজরে রেখেছেন। সার্বিকভাবে বিজেপি চক্রান্তের রাজনীতি করছে, সিপিএম-কংগ্রেস যে কুত্‍সা করছে।”

Join Telegram

Join Now