আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

আবারো গলসির একটি রাইস মিলে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চাষিরা

Published on: January 22, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান :- আবারো গলসির একটি রাইস মিলে গিয়ে ক্ষোভে ফেটে পরলেন গলসি পারাজ ও শিড়রাই অঞ্চলের চাষিরা। এদিন বেলা বারোটা নাগাদ এলাকার বেশকিছু চাষি ভদ্রেশ্বর কর্তৃপক্ষের কাছে ক্ষোভে ফেটে পরেন। কথা চলাকালীন সময় বিক্ষুব্ধ চাষিরা মিলের ভিতরে থাকা ধানের গাড়ি বের করে দিতে উদ্দত হয়। অবশেষে সমাধানের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে আসেন চাষিরা।

চাষিদের দাবী দীর্ঘদিন ধরে ওই মিলের পচা জল,  ছাই ও গুড়ো ধুলো ভোগ করছেন তারা। তাহলে তাদের ধান কেন নেবে না ওই মিল। তারা জানাই মিলের উৎপাতে এলাকার ভুগর্ভস্থ জল সংকট দেখা দিয়েছে। যা তারা সহ্য করছেন। মিলের ধুলো ও গুড়োতে তাদের চোখে পরছে তাও তারা সহ্য করছে। তাহলে মিল কেন তাদেরধান সহায়ক মুল্যে কিনবে না।



তবে মিল কতৃপক্ষের দাবী, ছাই, গুড়ো ও পচা জলের বিষয়ে চাষিরা সংস্লিষ্ট সরকারী দপ্তরে জানাক। সরকারে তাদের যেভাবে মিল চালাতে বলবে তারা সেই ভাবেই মিল চালাবেন। তাছাড়াও তারা সিপিসি র মাধ্যমে ধান কিনছেন। পারাজের চাষিদের ধান সরকার সহায়ক মুল্যে কিনে তাদের দিলে তারা নিতে রাজি আছেন। তবে এই বিষয়ে শিড়রাই গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ আব্দুস সামাদ জানান, গতবারের মতো এবার ধান নিচ্ছে না ওই মিল। তাদের অঞ্চলের অল্প কিছু চাষি ধান দিতে পেরেছে। এখনও বহু চাষী বাকি আছে।

Join Telegram

Join Now