বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মীর রাজ জোড়া পাঁঠা,কেন?

Published on: June 21, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভরা দরবারে,প্রকাশ্যে পাঁঠা!কতরকম তকমাই না জোটে তারকাদের?এই বিশেষণ মীর এবং রাজ চক্রবর্তী প্রসঙ্গে।ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে উদযাপিত হচ্ছে মিঠুনের জন্মদিন।জন্মদিন উপলক্ষে আয়োজন ছিল দেখার মত।পায়েস থেকে কেক, বাদ পরেনি কিছুই।পায়েস রান্না করেছিলেন নিজে হাতে মমতা শঙ্করের ছোট বউমা।মহাগুরুর জন্য এনেছিলেন দামী উপহারও।মিঠুনের জন্য জোড়া ইলিশ নিয়ে আসেন একজন।

অঙ্কুশের উদ্দেশ্যে নানা মুখরোচক কথা বলতে থাকেন জোড়া ইলিশ হাতে তুলে নিয়ে মিঠুন চক্রবর্তী।মীর এবং রাজকে আসতে দেখে মিঠুন বলে বলো তোমাদের কী বক্তব্য?মীর এর বক্তব্য শুনে থ মহাগুরু।রাজের হাত ধরে মীর বললেন ‘জোড়া ইলিশ যখন গ্রহণ করলেন, তখন জোড়া পাঁঠাও গ্রহণ করুন।’মিঠুন কী বলবেন যেন ভেবে পাচ্ছেন না। হাসতে হাসতেই বলে বসেন, এটা ক্লাস ছিল মীর। কীসব!

Join Telegram

Join Now