হোয়াটসঅ্যাপে ভুয়ো চাকরির খবর , সতর্ক থাকুন আপনি
বর্তমান সময়ে চলার পথে সোশ্যাল মিডিয়ার ভূমিকা যেমন অনস্বীকার্য তেমনই আবার সোশ্যাল মিডিয়াই যত রাজ্যের ভুয়ো খবরের আঁতুড়ঘর। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছুদিন ধরে একটি মেসেজ ছড়িয়ে পড়ছে যে, সরকার একটি সংস্থার সঙ্গে মিলিতভাবে ওয়ার্ক ফ্রম হোম চাকরির সুযোগ দিতে চলেছে।কিন্তু খবরটিকে সর্বৈব মিথ্যা বলে জানিয়েছে সরকারী সত্যতা যাচাই সংস্থা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছে যে, সরকার নাগরিকদের এমন কোনো সুযোগ দিচ্ছে না। অতএব, আপনারা কেউ এই জালিয়াতির শিকার হবেন না।
প্রসঙ্গত, অতিমারীর কারণে অনেক কাজই এখন বাড়ি থেকে করতে হয়। প্রায় এক বছরের বেশী সময় ধরে বিভিন্ন প্রাইভেট অফিসগুলি বন্ধ রয়েছে। তবু, ধীরে ধীরে অনেক অফিস খুলছে। পাশপাশি চাকরি হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে তাঁদের প্রতারণার শিকার বানাতে চাইছে। ফলে, আপনারা একদম সতর্ক থাকুন, এই ধরনের কোনো মেসেজ হোয়াটসঅ্যাপে এলে প্রাধান্য দেবেন না।
সবসময় মাথায় রাখবেন, সরকারি কোনো চাকরির বিষয় সোশ্যাল মিডিয়ায় জানানো হয় না। সর্বপ্রথম চাকরির খবর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরবর্তী ক্ষেত্রে, যাচাইকৃত কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেগুলি প্রচারের স্বার্থে পোস্ট করা হয়। প্রাথমিকভাবে এই ভুয়ো বার্তাটিকে আপনার সঠিক বলে মনে হতে পারে কিন্তু সরকার তরফে বারংবার বলা হচ্ছে আপনারা সতর্ক থাকুন, আগে যাচাই করুন। তারপর পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিন।